Ghantakhanek Sange Suman (18.02.2022) পর্ব ২: যোধপুর পার্ককাণ্ডে গ্রেফতারির পরদিনই অভিযুক্তদের জামিন! পুলিশের ভূমিকায় প্রশ্ন অভিযোগকারিণীর |Bangla News
abp ananda | 19 Feb 2022 11:47 AM (IST)
Ghantakhanek Sange Suman (18.02.2022) পর্ব ২: যোধপুর পার্কে ক্যাফেতে তোলাবাজির ঘটনায় ধৃতদের পরের দিনই জামিন। ধৃতদের হেফাজতেই চায়নি পুলিশ। এমনকী, পুলিশের তরফ থেকে তাঁর সঙ্গে কোনওরকম যোগাযোগও করা হয়নি বলে জানিয়েছেন অভিযোগকারিণী স্বরলিপি চট্টোপাধ্যায়। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন প্রাক্তন পুলিশকর্তা থেকে বিরোধী রাজনীতিবিদরা। তৃণমূলের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, যে এধরণের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।