ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৩.০৭.২০২২) পর্ব ২: প্রার্থীদের থেকে টাকা নিয়ে তা পৌঁছত নেতা-মন্ত্রীদের কাছে!
abp ananda
Updated at:
24 Jul 2022 11:08 AM (IST)
চাকরি প্রার্থীদের থেকে টাকা নিত দালাল। সেই টাকা ধাপে ধাপে পৌঁছত সরকারি কর্মী, আমলা হয়ে নেতা-মন্ত্রীদের একাংশের কাছে। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা, জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন বলে ইডি সূত্রে খবর।