ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.০৭.২১) (২) কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহেই বৈঠক মোদি-মমতার। জোট-জল্পনা উস্কে পরপর কংগ্রেস নেতাদের সঙ্গে তৃণমূলনেত্রীর আলোচনা। কাল বৈঠক সনিয়ার সঙ্গে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাৎ। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানালেন, ভ্যাকসিনের অভাব থেকে রাজ্যের নাম বদলের বিষয়টা তিনি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেছেন। আবার একই দিনে পর পর কমলনাথ, আনন্দ শর্মা, অভিষেক মনু সিঙ্ঘভিরা দেখা করলেন তৃণমূল নেত্রীর সঙ্গে। কাল সনিয়া গাঁধীর সঙ্গেও দেখা করতে যাচ্ছেন মমতা। তিনি বলছেন, 'আমি জোট নিয়ে আশাবাদী।' উল্টোদিকে বিজেপি বলছে, শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হয়। এর পাশাপাশি দেখাব, জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের পাল্টা আদালতে কড়া হলফনামা জমা দিল রাজ্য সরকার। রিপোর্টকে পক্ষপাতদুষ্ট, সরকারবিরোধী বলার পাশাপাশি, কমিশনের তিন সদস্যের বিরুদ্ধে বিজেপি-ঘনিষ্ঠতার অভিযোগ আনা হয়েছে হলফনামায়। এই সবকিছু নিয়েই আলোচনা করব, তবে শুরুতেই দেখাব, আঠাশে মে-র পর সাতাশে জুলাই, দু’মাস পর ফের মুখোমুখি নরেন্দ্র মোদি-মমতা বন্দ্যোপাধ্যায়।