Gaighata News: কোথাও ৬, কোথাও ৯ কিলোমিটার বেড়া নেই ! চরম আতঙ্কে সীমান্ত এলাকার বাসিন্দারা | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: কোথাও ৯ কিলোমিটার কাঁটাতারের বেড়া নেই, তো কোথাও ৬ কিলোমিটার! উত্তর ২৪ পরগনার গাইঘাটার দুটি বর্ডার আউটপোস্ট এলাকায় চরম আতঙ্কে রয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, BSF-এর নজরদারি এড়িয়ে চোরাচালান থেকে অনুপ্রবেশ সবই হচ্ছে। এই পরিস্থিতিতে এদিন ভারত-বাংলাদেশ সীমান্তে গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। আর সেখানেই কাঁটাতার দেওয়া নিয়ে রাজ্য সরকারের সদিচ্ছার অভাবের অভিযোগ তুললেন তিনি। যদিও পাল্টা তৃণমূলের বক্তব্য, না জেনেই ভুল কথা বলছেন বিজেপির বিধায়ক। আর এই চাপানউতোরের মাঝে পাসপোর্ট জালিয়াতি চক্রে নিজেকে মুহুরি বলে পরিচয় দেওয়া এক ব্যক্তিকে বারাসাত থেকে গ্রেফতার করল পুলিশ। 

কলকাতায় এক ধাক্কায় ৩ ডিগ্রি নেমেছে পারদ।

ফের নামল পারদ। রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। কলকাতায় এক ধাক্কায় ৩ ডিগ্রি নেমেছে পারদ। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে ১০-এর ঘরে। উত্তরবঙ্গেও কনকনে ঠান্ডা। আগামীকাল আরও নামতে পারে পারদ। তবে শীতের পথে কাঁটা হতে ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি। ফলে পৌষ সংক্রান্তির আগে আটকাতে পারে উত্তুরে হাওয়া। সপ্তাহান্তে ফের পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram