ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৭.০২.২৪): ভাইরাল হওয়া অডিও ক্লিপে দেবের নাম! চড়ছে রাজনীতির পারদ
ABP Ananda | 08 Feb 2024 09:04 AM (IST)
Ghantakhanek Sange Suman: সাংসদ কোটার টাকার ৩০ শতাংশ কাটমানি চাওয়ার অভিযোগ! ভাইরাল হওয়া অডিও ক্লিপে (Viral Audio Clip) শোনা গেল ঘাটালের তৃণমূল সাংসদ দেবের (Dev) নাম! কণ্ঠস্বর ঘাটালেরই প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইয়ের। দাবি করলেন দেবের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না। অডিও ক্লিপটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাইরাল করা হয়েছে বলে দাবি করেছেন শঙ্কর দলুই। যা বলার দিদি বলবেন। অডিও ক্লিপ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন ঘাটালের সাংসদ দেব। ABP Ananda Live