ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব-১ (১২.০২.২০২৪): ভোটের মুখে সন্দেশখালি নিয়ে চাপ বাড়ছে শাসকের? নির্যাতনের কী মারাত্মক অভিযোগ, উঠে আসছে?
ABP Ananda | 13 Feb 2024 10:38 AM (IST)
দিনের পর দিন ধরে চলতে থাকা নির্যাতনের কী মারাত্মক অভিযোগ, উঠে আসছে সন্দেশখালিতে। 'থানায় গেলেও, বিচারের জন্য অভিযুক্তদের কাছেই যেতে বলত পুলিশ।' সন্দেশখালিতে এদিনও আছড়ে পড়ল জনরোষ। মহিলাদের মুখ থেকে অত্য়াচারের কাহিনী শুনলেন রাজ্য়পাল ও মহিলা কমিশন। ভোটের মুখে সন্দেশখালি নিয়ে চাপ বাড়ছে শাসকের?