Ghanta Khanek Sange Suman (১৯.০৭.২০২৩ পর্ব ২): '২১-এ BDO অফিস ঘেরাও'। ভুতুড়ে ভোটে বিস্মিত বিচারপতি
ABP Ananda | 20 Jul 2023 09:04 AM (IST)
ভোট হিংসার লজ্জা ঢাকতে বলির পাঁঠা পুলিশ? 'পুলিশ সক্রিয় হলে এড়ানো যেত খুন-হিংসা', বিস্ফোরক তাপস রায়। ভাঙড়ে অশান্তির দায়ও পুলিশের ওপর চাপালেন শওকত-আরাবুল 'ভোট-লুঠে সহায়তা করেছেন BDO-রা', ২১ জুলাইয়ের পাল্টা রাজ্যজুড়ে BDO অফিস ঘেরাও কর্মসূচি বিজেপির। মোট ভোটারের থেকে ভোট পড়ল হাজারেরও বেশি! ভুতুড়ে ভোটে বিস্মিত বিচারপতি। 'অন্য দলের ফাঁদে পা নয়, তৃণমূলেই থাকব', ভাঙনের আশঙ্কায় এবার নন্দীগ্রামে শপথ তৃণমূলেরই।