Ghantakhanek Sange Suman (১৪.৯.২৩) পর্ব ২ : 'চোরেদের পাশে দাঁড়াবেন না'। তৃণমূল-সখ্যের প্রতিবাদ করে এবার বেণুগোপালকে চিঠি কৌস্তভের
ABP Ananda | 15 Sep 2023 07:30 AM (IST)
নিয়োগ-দুর্নীতি মামলায় এবার অভিষেকের সম্পত্তির হিসেব তলব হাইকোর্টের। 'লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর ও CEO-কে সম্পত্তির হিসেব দিতে হবে'। নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। 'সবাইকে গ্রেফতার করুক, শুরু হোক শুভেন্দুকে দিয়ে'। নারদকাণ্ডে অভিষেকের চ্যালেঞ্জে তোলপাড়। 'পুরনো তৃণমূলীদের অস্তাচলে পাঠাতে চাইছেন', কটাক্ষ সুকান্তর। 'দুর্নীতির টুইন টাওয়ার প্রাথমিক শিক্ষা পর্ষদ আর SSC', আদালতে বলল CBI। 'চোরেদের পাশে দাঁড়াবেন না'। তৃণমূল-সখ্যের প্রতিবাদ করে এবার বেণুগোপালকে চিঠি কৌস্তভ বাগচীর।