ঘণ্টাখানেক সঙ্গে সুমন (22.06.21) দিল্লিতে মোদি বিরোধী জোটের তৎপরতা। নেই কংগ্রেস, পাওয়ারের বাড়িতে বৈঠকে তৃণমূল-সহ ১৫টি দল। জ্ঞানেশ্বরীকাণ্ডে ‘মৃতের’ প্রত্যাবর্তনের পিছনে রেলের দুর্নীতি? কালিয়াচককাণ্ডে অস্ত্র পাচার চক্রের যোগ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘‘আমরা বন্ধুর নিকট হইতে মমতা চাই, সমবেদনা চাই।’’ রাজনীতিতে অবশ্য বন্ধুত্ব আর বৈরিতার সংজ্ঞাগুলো, রোজই পাল্টেপাল্টে যায়। আজ দিল্লিতে শরদ পাওয়ারের বাসভবনে বিরোধীদের ‘পাওয়ার-মিট’। অনেকেই বলছেন, চব্বিশের আগে বিজেপি বিরোধী ঐক্যের প্রস্তুতি। তৃণমূলের তরফে যশবন্ত সিনহার ডাকা এই বৈঠকে বিরোধীদলের বেশ কয়েকজন নেতা উপস্থিত থাকলেও, ছিলেন না কংগ্রেসের কোনও প্রতিনিধি। এছাড়াও RJD, BSP, DMK, TDP, TRS, শিবসেনার মতো বিরোধী দলের কোনও প্রতিনিধিও এদিনের বৈঠকে ছিলেন না। বৈঠকের পর এনসিপি নেতা মাজিদ মেনন অবশ্য স্পষ্ট করে দেন যে কংগ্রেসের কয়েকজন সাংসদকে ডাকা হয়েছিল। কিন্তু অধীর চৌধুরী এই বৈঠককে গুরুত্ব দিতেই নারাজ। এর পাশাপাশি দেখাব, জ্ঞানেশ্বরীকাণ্ডে সরকারি খাতায় মৃতের প্রত্যাবর্তন ঘিরে দান বাঁধছে রহস্যের পর রহস্য। এই অমৃতাভই কি সেই সেই অমৃতাভ? জাল করা হয়েছিল তাঁর ডিএনএ রিপোর্ট? তাহলে কি কোথাও রেলের অফিসারদের একাংশই সরাসরি যুক্ত ছিলেন এই দুর্নীতিতে?