ABP News

Midnapore Medical College: সঙ্কটজনক প্রসূতিদের কলকাতায় আনতে এত দেরি হল কেন?

Continues below advertisement

ABP Ananda Live: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে, বৃহস্পতিবার থেকেই প্রসূতিদের শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করেছিল। শুক্রবার সকালে মৃত্যু হয় একজনের। শনিবার সকাল থেকে আরও তিন প্রসূতির শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। যদিও, তাদের গ্রিন করিডর করে, কলকাতায় আনা হয় রবিবার রাতে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে--- সঙ্কটজনক প্রসূতিদের কলকাতায় আনতে এত দেরি হল কেন? একজন প্রসূতির মৃত্য়ুর পরই কেন সঙ্গে সঙ্গে তৎপর হল না স্বাস্থ্য় দফতর? ঊনিশ বছরের নাসরিন খাতুন ও তেইশ বছরের মাম্পি সিংহের অবস্থা সবথেকে সঙ্কটজনক। তাঁদের ফুসফুস ঠিক মতো কাজ করছে না। দুজনকেই রাখতে হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে। কলকাতায় আনতে দেরির জেরেই কি পরিস্থিতি এতটা ঘোরাল হল? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram