Ghantakhanek Sange Suman:(৬.৬.২৩) পর্ব ২ : ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের কাছে গিয়ে কাকদ্বীপে নৌশাদের সামনেই তৃণমূল-ISF সংঘর্ষ
ABP Ananda
Updated at:
07 Jun 2023 08:23 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্তর্ঘাত না গাফিলতি? ভয়াবহ ট্রেন দুর্ঘটনার তদন্তে ঘটনাস্থলে পৌঁছল CBI রিলে রুমেই লুকিয়ে রহস্যের চাবিকাঠি? অন্তর্তদন্তে এবিপি আনন্দ। ৪ মাস আগে একই ধরণের ঘটনার মুখোমুখি সম্পর্কক্রান্তি এক্সপ্রেস! নিরাপত্তা আধিকারিকের চিঠির পরেও ঘুম ভাঙেনি রেলের। বালেশ্বর ঘুরে স্টুডিওয় বিশ্লেষণ রাজধানী-দুরন্তর চালকের।
কটকের হাসপাতালে আহতদের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর। নিহতদের পরিবারের কাছে গিয়ে কাকদ্বীপে নৌশাদের সামনেই তৃণমূল-ISF সংঘর্ষ। আইনমন্ত্রী ঘনিষ্ঠকেও কয়লাকাণ্ডে ED-র তলব।'সম্পর্ক ছিল মানিকের সঙ্গে', জেরায় মানলেন 'কালীঘাটের কাকু'।