Bangladesh News: মুর্শিদাবাদ থেকে যে ধৃত আব্বাস আলির সঙ্গে মিলল অনুমোদনহীন মাদ্রাসা-যোগ ! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: জঙ্গিযোগের অভিযোগে মুর্শিদাবাদ থেকে যে আব্বাস আলিকে গ্রেফতার করে নিয়ে গেছে অসম পুলিশ, তার সঙ্গে মিলল অনুমোদনহীন মাদ্রাসা-যোগ! যা ফের উসকে দিল খাগড়াগড়কাণ্ডের স্মৃতি।
তদন্তে উঠে এসেছে, গত বছরের মার্চ মাসে, হরিহরপাড়ার একটা বেসরকারি মাদ্রাসায় শিক্ষক হিসেবে কাজে যোগ দেয় আব্বাস আলি। কিন্তু তার পড়ানোর ধরন নিয়ে ছাত্ররা আপত্তি তোলে। কর্তৃপক্ষের তরফে তাকে সেটা জানানো হলে, মাদ্রাসা ছেড়ে পালায় আব্বাস আলি। এরপর এ বছরের শুরুর দিকে, একটা বাড়ি ভাড়া নিয়ে, নিজেই শুরু করে অনুমোদনহীন মাদ্রাসা!
আরও খবর...
সিঙ্গল বেঞ্চের পর, এবার ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য সরকার। চিকিৎসকদের অবস্থান-বিক্ষোভ নিয়ে সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিল বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর বেঞ্চ। আর জি কর হাসপাতালের ঘটনা নজিরবিহীন, অকল্পনীয় এবং ভয়ঙ্কর বলে মন্তব্য করেন বিচারপতি হরিশ টন্ডন। ২০ থেকে ২৬শে ডিসেম্বর, ধর্মতলায় জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসকে অবস্থান বিক্ষোভের অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গ কি এখন জঙ্গিদের কাছে নিরাপদ আশ্রয়স্থল এবং ট্রানজিট রুট হয়ে উঠছে? প্রশ্নটা উঠছে, তার কারণ, কদিন আগেই মুর্শিদাবাদ থেকে, বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের দুই কুখ্যাত জঙ্গিকে গ্রেফতার করেছিল অসম পুলিশ। অন্য়দিকে, ক্য়ানিং থেকে ধরা পড়েছে কাশ্মীরের জঙ্গি, যে জলপথে বাংলাদেশ পালানোর ছক কষেছিল!