Jadavpur University Student Death : যাদবপুরে পড়ুয়ার রহস্যমৃত্যুর জন্য কি দায়ী র্যাগিং?
ABP Ananda | 11 Aug 2023 02:22 PM (IST)
যাদবপুরে পড়ুয়ার রহস্যমৃত্যুর জন্য কি দায়ী র্যাগিং? এই পড়ুয়া মৃত্যুর দায় কি এড়াতে পারে কর্তৃপক্ষ? সাজা হবে কি রহস্যমৃত্যুকাণ্ডে অভিযুক্তদের? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুকাণ্ডে খুনের মামলা। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করল পুলিশ। খুনের ধারার সঙ্গে সম্মিলিত অপরাধের ধারাও যোগ। এক নয়, মৃত্যুর পিছনে থাকতে পারে একাধিক জনের যোগ, ধারণা পুলিশের। যাদবপুরে পড়ুয়ার রহস্যমৃত্যুর জন্য কি দায়ী র্যাগিং?