Hoy Ma Noy Bouma : ইন্দ্র-মিতুলের অফস্ক্রিন সমীকরণ কি অনস্ক্রিনের মতোই নজরকাড়া ? 'খেলনাবাড়ি'র সেটে হাজির এবিপি আনন্দ
ABP Ananda | 08 May 2023 01:32 PM (IST)
ধারাবাহিক তেরি মেরি ডোঁরিয়ার সেটে প্যাক আপের পরই হিমাংশি পরাশরের গাড়ি ছুটল তাঁর বাড়ির দিকে। তবে হিমাংশি একা নন। গাড়িতে তাঁর সঙ্গী হলেন, তাঁর গুরলীন চাচিও। চলার পথেই জমল আড্ডা।
সিরিয়ালের গল্প যে পথেই এগোক, সিরিয়ালের চরিত্রদের মাঝে সম্পর্ক যে দিকেই মোড় নিক না কেন, বাস্তবে বন্ধুত্বের ছবিতে কোনও প্রভাব পড়ে না। এই যেমন, সোহাগ চাঁদের অন্বেষা আর শতাব্দীর কথাই ধরুন। শ্যুটিংয়ের সেটে, সাজঘরে তাঁদের মাঝে কী চলতে থাকে সারাক্ষণ, তাঁদের মুখেই শুনুন।