অনস্ক্রিন দুই বোনের অফস্ক্রিন আড্ডা জমল শ্যুটিংয়ের অবসরে, অপু আর সুপর্ণার বন্ধুত্বের ছবি উঠে এল হয় মা নয় বউমায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Dec 2020 04:18 PM (IST)
অনস্ক্রিন দুই বোনের অফস্ক্রিন আড্ডা জমল শ্যুটিংয়ের অবসরে। অপু আর সুপর্ণার বন্ধুত্বের ছবি উঠে এল হয় মা নয় বউমায়।
ধারাবাহিক অপরাজিতা অপুর ফ্লোরে হাজির হয় মা নয় বউমা। শ্যুটিংয়ের মাঝেই একান্তে পাওয়া গেল সুপর্ণা আর অপুকে। করোনা আবহে দীর্ঘদিন ঘুরতে যাওয়া হয় না। এই নিয়েই আক্ষেপ অনস্ক্রিন দুই বোনের। বাস্তবের সুপর্ণার সম্পর্কে কতটা জানে অপু? সেই প্রশ্নই তুলল সুপর্ণা।
ধারাবাহিক অপরাজিতা অপুর ফ্লোরে হাজির হয় মা নয় বউমা। শ্যুটিংয়ের মাঝেই একান্তে পাওয়া গেল সুপর্ণা আর অপুকে। করোনা আবহে দীর্ঘদিন ঘুরতে যাওয়া হয় না। এই নিয়েই আক্ষেপ অনস্ক্রিন দুই বোনের। বাস্তবের সুপর্ণার সম্পর্কে কতটা জানে অপু? সেই প্রশ্নই তুলল সুপর্ণা।