হয় মা নয় বৌমা: মোনালি ঠাকুরের গানের আবহে ভিডিও পোস্ট 'মিঠাই'-এর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Jul 2021 03:47 PM (IST)
১৬ জুলাই রাহুল বৈদ্য এবং দিশা পারমার বিয়ে। তার আগ জমজমাট মেহেন্দির অনুষ্ঠান। শ্যুটিংয়ের অবসরে মেকআপ রুমে গান গাইলেন গৌরব। মোনালি ঠাকুরের গানের আবহে ভিডিও পোস্ট করলেন সৌমিতৃষা। নানা ভিডিওর কোলাজে দেখে নেওয়া যাক টেলি তারকাদের হাঁড়ির খবর।