হয় মা নয় বৌমা: 'গানের সুরেই প্রেম এসেছিল', প্রেমপর্বের নানা গোপন কথা নিয়ে অপকট সায়ন্তনী-ইন্দ্রনীল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jun 2021 02:38 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশ্যুটিং বন্ধ রয়েছে। তাই বাড়িতেই সময় কাটাচ্ছেন তারকা দম্পতি সায়ন্তনী ও ইন্দ্রনীল মল্লিক। এবিপি আনন্দকে অকপটে বললেন দুজনের প্রেমপর্বের গল্প, বেড়াতে যাওয়ার কাহিনী। ঘুরে দেখালেন বাড়ির অন্দরমহলের সাজসজ্জা। গিটার বাজিয়ে ইন্দ্রনীল শোনালেন গান। জানালেন গানের সুরেই প্রেম এসেছিল তাঁদের জীবনে।