Bangladesh News: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে পথে বিশ্ব হিন্দু পরিষদ
Bangladesh: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে পথে বিশ্ব হিন্দু পরিষদ। সিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল।
ED-র মামলায় জামিন পেলেও, এবার, CBI-এর জালে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। নিয়োগ দুর্নীতি মামলায় 'কালীঘাটের কাকু'কে নিজেদের হেফাজতে নিল CBI. মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ CBI-এর একটি টিম প্রেসিডেন্সি সংশোধনাগারে যায়। রাতেই সুজয়কৃষ্ণ ভদ্রকে আনা হয় জোকা ESI হাসপাতালে। সেখানেই মেডিক্য়াল বোর্ড গঠন করে তাঁর স্বাস্থ্য় পরীক্ষা করা হয়। রাত ২.২৬ মিনিট নাগাদ তাকে নিয়ে আসা হয় নিজাম প্য়ালেসে। সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি সুজয়কৃষ্ণ ভদ্র।
দিনহাটায় ভারত বাংলাদেশ সীমান্তে কৃষকের খেতে উদ্ধার পাকিস্তানে তৈরি মর্টার শেল। তড়িঘড়ি হেফাজতে নিল বিএসএফ। খবর সেনাবাহিনীর বম্ব স্কোয়াডে। কলকাতা থেকে উঃ ২৪ পরগনা, রাজ্য জুড়ে জাল পাসপোর্ট-চক্রের পর্দাফাঁস। গ্রেফতার আরও ১। জালে ডাকঘরের অস্থায়ী কর্মীও। ভুয়ো পাসপোর্ট পিছু ২ লক্ষ নেওয়ার দাবি।