টেলি তারকাদের হ্যান্ড ব্যাগে এখন কী কী থাকছে? ধরা পড়ল হয় মা নয় বৌমা-র ক্যামেরায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jun 2020 04:00 PM (IST)
করোনা পরিস্থিতিতে বদলে গেছে শ্যুটিংয়ের নিয়মকানুন। এখন বাড়িতে শ্যুটিংয়ের প্রস্তুতিতে অনেকটা সময় লেগে যায়। করোনা মোকাবিলায় বিশেষ প্রস্তুতি নিয়ে বেরোতে হয় অভিনেতা অভিনেত্রীদের। ধারাবাহিক আলো ছায়ার শ্যুটিংয়ে গিয়ে ঐন্দ্রিলা ও দেবাদৃতার কাছে সেই প্রস্তুতির খোঁজ খবর নিল হয় মা নয় বৌমা।