Hoy Ma Noy Bouma: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা প্রয়াত। সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৯টা নাগাদ প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৮৩ বছর। বালিগঞ্জের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভরত দেববর্মা বাবার মৃত্যুর খবর পেয়ে জয়পুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন রাইমা সেন। ত্রিপুরা রাজপরিবারের সন্তান ভরত দেববর্মার
সঙ্গে ১৯৭৮ সালে বিয়ে হয় মুনমুন সেনের।
নতুন ধারাবাহিক, নতুন সফর। পরিণীতা-র হাত ধরে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে পা রাখলেন নবাগতা ঈশানী চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে এবার নায়কের ভূমিকায় উদয় প্রতাপ সিং। শ্যুটিংয়ের ফাঁকে সাজঘরের আড্ডায় নিজেদের অভিজ্ঞতার কথা শোনালেন ঈশানী আর উদয়। খুলে প্রশ্নের খাতা, মুখোমুখি বসলেন গৌরব আর ঋতব্রতা। ধারাবাহিক তেঁতুল পাতা-র শ্যুটিংয়ের নেপথ্যে কেমন জমেছে তাঁদের অফস্ক্রিন কেমিস্ট্রি? একে অপরকে কতটা চিনেছেন তাঁরা? সেই সব প্রশ্নের উত্তরই দিলেন দুই তারকা। এবার তাহলে চলুন, তেঁতুলপাতার মেকআপ রুমে।