West Bengal News: রাজ্য সরকারের দুই পোর্টালে মৃত্যু সংক্রান্ত তথ্যে আকাশ-পাতাল ফারাক!

Continues below advertisement

ABP Ananda Live: রাজ্যে গত ৩ বছরে কত লোক মারা গিয়েছে? 'রাজ্য সরকারের দুই পোর্টালে মৃত্যু সংক্রান্ত তথ্যে আকাশ-পাতাল ফারাক! যে পোর্টালে মৃত্যুর কারণ উল্লেখ বাধ্যতামূলক, সেখানে মৃতের সংখ্যা কম। যে পোর্টালে মৃত্যুর কারণ উল্লেখ না করলেও চলে, সেখানে মৃতের সংখ্যা কয়েক গুণ বেশি! মৃত্যু সংক্রান্ত সরকারি তথ্যের এই ফারাক সামনে আসতেই একটি পোর্টাল বন্ধের সিদ্ধান্ত। একটি পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন। 'জন্ম-মৃত্যু তথ্যের পোর্টাল অনুযায়ী গতবছর মৃত্যু হয়েছে ৬ লক্ষ ৬২ হাজার ৯৯১ জন। মেডিক্যাল সার্টিফিকেশন অফ কজ অফ ডেথ পোর্টালে ২০২৩ সালে রাজ্যে মৃতের সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার ৩৯৫ জন। সরকারি দুটি পোর্টালের তথ্যে মৃতের সংখ্যার ফারাক ৫ লক্ষ ২৭ হাজার ৫৯৬। ২০২২ এবং ২০২১ সালেও মৃত্যু সংক্রান্ত সরকারি তথ্যে এই অসঙ্গতি ধরা পড়েছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram