Hoy Ma Noy Bouma: জগধাত্রীর ভবিষ্যৎ পরিকল্পনা কী ? অঙ্কিতাকে এরপর কোথায় দেখা যাবে ?
ABP Ananda | 13 Mar 2024 01:25 PM (IST)
জ্যাস সান্যালকে কে কমপ্লিমেন্ট দিয়েছে জানেন? জগধাত্রীর ভবিষ্যৎ পরিকল্পনা কি বলুন তো!? অঙ্কিতাকে এরপর কোথায় দেখা যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্যই তো সিরিয়াল সেটে পৌঁছে গিয়েছিলাম আমরা, মানে হয় মা নয় বৌমা.. জ্যাস বলুন বা জগধাত্রী.. অঙ্কিতা মল্লিকের কাছে সব প্রশ্নের উত্তর রেডি..