Hoy Ma Noy Bouma: প্রেম দিবসে ভালবাসার মানুষের জন্য কী বার্তা রুবেল, পল্লবী-তনয়াদের ?
ABP Ananda | 14 Feb 2024 04:05 PM (IST)
সরস্বতী পুজো মানেই বাঙালির কাছে প্রেম দিবস। এবছর ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজোর আনন্দ একই দিনে। ধারাবাহিক নিম ফুলের মধুর সেটে রুবেল, পল্লবী আর তনয়া কী বলছেন এই বিশেষ দিনটিকে নিয়ে? সরস্বতী পুজোর দিনে ভালবাসার মানুষের জন্য কী বার্তা দিচ্ছেন তাঁরা? দেখুন।