Hoy Ma Noy Bouma : ব্যক্তিগত জীবনের নানা পছন্দ-অপছন্দের ঝাঁপি খুললেন ঈশানী সেনগুপ্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jul 2022 03:40 PM (IST)
বিশাল বড় লাহিড়ি পরিবার। আর সেই পরিবার যে বাড়িতে থাকে, সেটিও যে বিশাল হবে তাতে আর আশ্চর্য কী? শ্যুটিং শুরুর আগে ধারাবাহিক খেলনা বাড়ির মিতুল, মানে আরাত্রিকা ঘুরে দেখালেন তাঁদের বাড়ির অন্দরমহল। চলুন তাহলে, ঘুরেই আসা যাক।
সিরিয়ালের গল্প নয়। ব্যক্তিগত জীবনের নানা পছন্দ-অপছন্দের ঝাঁপি খুলে বসলেন ঈশানী সেনগুপ্ত। নানা প্রশ্নে তাঁর মনের কথা শুনলেন আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায়।
হয় মা নয় বৌমায় নিয়মিত ইমেল পাঠান দর্শকেরা। এ সপ্তাহে দর্শকের প্রশ্নের জবাব দিচ্ছেন অপরাজিতা আঢ্য, অস্মিতা চক্রবর্তী এবং বিশ্বজিৎ ঘোষ।