Bangladesh News: 'চিন্ময়কৃষ্ণর আইনজীবীকে হাইকোর্টে যেতে বাধা', অভিযোগ রাধারমণ দাসের | ABP ANANDA LIVE
ABP Ananda LIVE: ২ তারিখও আদালতে জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসের। এই প্রেক্ষিতেই হাইকোর্টে যাওয়ার কথা বলেছিলেন তাঁর আইনজীবী। এবার সেই ক্ষেত্রেও বাধার অভিযোগ তুললেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।
চট্টগ্রামের চৌধুরীহাট-ফতেয়াবাদ এলাকায় ৩টি মন্দিরে লুঠপাট
এদিকে, বাংলাদেশে টার্গেট হিন্দু, ফের মন্দিরে লুঠপাট। চট্টগ্রামের চৌধুরীহাট-ফতেয়াবাদ এলাকায় ৩টি মন্দিরে লুঠপাট। বিগ্রহের গয়না ও প্রণামীর বাক্স লুঠ। শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম, শ্রীশ্রী বিশ্বেশ্বরী কালী মন্দির ও সত্য়নারায়ণ মন্দিরে লুঠপাট। বাংলাদেশের সংবাদপত্র ‘ডেলি স্টার’ সূত্রে খবর। মন্দিরের পাশাপাশি হিন্দুদের বাড়িতেও ভাঙচুরের চেষ্টা।
মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনের নেপথ্যে দলেরই নেতার সঙ্গে ব্য়বসায়িক শত্রুতা ? পুলিশি তদন্তে তেমনই ইঙ্গিত মিলেছে। নরেন্দ্রনাথের সঙ্গী ছিল একসময় দুলালের শিবিরে থাকা কৃষ্ণ ওরফে রোহন, খবর সূত্রের। এখনও অধরা অন্যতম অভিযুক্ত কৃষ্ণ ওরফে রোহন রজক। 'রেলের ওয়াগন থেকে পণ্য নামানোর লেবার কনট্রাক্টরি করত রোহন'। 'দুলালের প্রতিপত্তি বাড়ায় রেলের ঠিকাদারি থেকে আয় কমে গিয়েছিল নরেন্দ্রনাথ ও রোহনের'। আয় কমে যাওয়ায় নরেন্দ্রনাথ, রোহনের কমন টার্গেট হয়ে যান দুলাল, খবর সূত্রের। রোহনের আক্রোশকে হাতিয়ার করে দুলালকে খুনের ছক নরেন্দ্রনাথের, খবর পুলিশ সূত্রে। রোহনের সঙ্গে নরেন্দ্রনাথের যোগাযোগের প্রমাণ মিলেছে, খবর পুলিশ সূত্রে। তৃণমূল নেতা দুলাল সরকার খুনে আরেক ধৃত স্বপন শর্মা কুখ্যাত দুষ্কৃতী। অপরাধ জগতের সঙ্গে পুরনো যোগসূত্রেই আগ্নেয়াস্ত্র জোগাড় করেছিল স্বপন, খবর পুলিশ সূত্রে। খুনে ব্যবহৃত বাইক ও আততায়ীদের থাকার ব্যবস্থা করেছিল আরেক অভিযুক্ত বাবলু যাদব, খবর পুলিশ সূত্রে।