Hoy Ma Noy Bouma: মালাবদলের ফ্লোরে ঋতজিৎ আর অমিতাভর বন্ধুত্বও কি জয়-বীরুর মতই গভীর ? সাজঘরে মজার আড্ডায় | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda LIVE: ভালবাসা ছাড়া মন আর চায় কী? হাতে হাত ধরে পথ হাঁটছে অমরসঙ্গী। সিরিয়ালের গল্পে অমরসঙ্গী কোন পথে এগোচ্ছে, তা তো দর্শকেরা দেখছেনই। তবে নেপথ্য গল্প জানতে হলে তো নীল আর শ্যামৌপ্তির মুখোমুখি হতেই হবে।বন্ধুত্বের কথা বললে জয়-বীরুর নামটা প্রথমেই মনে আসে। ধারাবাহিক মালাবদলের ফ্লোরে ঋতজিৎ আর অমিতাভর বন্ধুত্বও কি জয়-বীরুর মতই গভীর? শ্যুটিংয়ের অবসরে সাজঘরে মজার আড্ডায় । ধরা পড়ল তাঁদের বন্ধুত্বের ছবি।
আরও খবর..
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের ধর্না কর্মসূচি। অধীর চৌধুরীর নেতৃত্বে দু’দিনের ধর্না-অবস্থান ডোরিনা ক্রসিং-এ। মধ্য কলকাতা জেলা কংগ্রেসের ব্যানারে বেলা ১২টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ধর্না। উপস্থিত থাকবেন অধীর চৌধুরী-সহ অন্য নেতারা।
মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে গ্রেফতার ২ পুলিশকর্মী। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ২ পুলিশ কর্মী গ্রেফতার। ধৃত ২ পুলিশ কর্মীর নাম কৌশিক ঘোষ ও মহম্মদ মন্টিল। বালিগঞ্জ থেকে শক্তিগড় যাবেন বলে গাড়ি ভাড়া নেন ২ পুলিশ কর্মী। মহাকরণের সামনে গিয়ে গাড়ি চালককে হুমকির অভিযোগ। মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া ও গাড়ি বাজেয়াপ্ত করার হুমকির অভিযোগ। গাড়ি চালকের থেকে ৪ লক্ষ টাকা চাওয়া হয় বলে অভিযোগ। পরে ২ লক্ষ টাকা দিয়ে রেহাই পান গাড়ি চালক। কড়েয়া থানায় অভিযোগ দায়েরের পর গ্রেফতার গোয়েন্দা বিভাগের ২ পুলিশ কর্মী।