Sukanta Majumdar: 'যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, তা মানবতা বিরোধী', বললেন সুকান্ত
ABP Ananda Live: 'যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, তা মানবতা বিরোধী। এই ধরনের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আমরা বারবার দলীয় তরফে বাংলাদেশের সরকারের কাছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর তাঁদের ওপরে যেন আক্রমণ যেন না হয়। বেলঘরিয়ায় এক বাসিন্দা বংলাদেশে গিয়েছিল তাঁর ওপরেও হামলা হয়, এটা ইন্টারন্যাশানাল নিয়মের পরিপন্থী', বললেন সুকান্ত।
জ্বলছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার পেট্রোপোল সীমান্তে ভিড়। দেশে পরিজনদের কাছে ফিরতে চাইছেন বাংলাদেশিরা। প্রিয়জনরা কীভাবে আছেন, তা নিয়ে উৎকণ্ঠা রয়েছে। তাই কেউ দেশে ফিরছেন, আবার কেউ প্রিয়জনদের খোঁজ নিতে বাংলাদেশে যাচ্ছেন। সীমান্ত সিল করে দেওয়া হতে পারে, এই আশঙ্কায় আজই দেশে ফিরতে চাইছেন বাংলাদেশি নাগরিকরা।
হিন্দুদের উপর লাগাতার হামলার অভিযোগ বাংলাদেশে! বিশ্বজুড়ে তীব্র নিন্দার মুখেও বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছে! ভারতীয়-হিন্দু জানলেই বাংলাদেশে হামলা, পুলিশেরও হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। ভারতীয়-হিন্দু পরিচয় জেনেই হামলা, ঢাকায় আক্রান্ত হয়েছেন বেলঘরিয়ার যুবক।
বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে সাহায্যের বদলে হেনস্থার অভিযোগ। এখানেই শেষ নয়, আতঙ্কের বাংলাদেশে রেহাই নেই হিন্দু মহিলা সাংবাদিকেরও!
মহিলা সাংবাদিককে ঘিরে ধরে হেনস্থা, পাশে নেই পুলিশও। প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসার চেষ্টা। বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় ভারতীয় যাত্রীদের বাস থামিয়ে হুমকির অভিযোগ।