Hoy Ma Noy Bouma : ৩৩ বছর পর ফের জুটিতে মিঠুন চক্রবর্তী-পদ্মিনী কোলাপুরি, টেলিদুনিয়ার আরও খবর
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৩৩ বছর পর ফের জুটিতে মিঠুন চক্রবর্তী-পদ্মিনী কোলাপুরি। তবে এবার কোনও সিনেমার জন্য নয়। একটি রিয়েলিটি শো-এর বিশেষ পর্বে মঞ্চ মাতাবেন এই দুই তারকা। সেই বিশেষ পর্বেরই ঝলক আজ দেখাব আপনাদের।
গোলাপের কাঁটা হয়ে গেল সম্পর্কের পথের কাঁটা। সম্পর্কের সমীকরণের রোজনামচায় হিসেব মেলানো, ছদ্মবেশীর শুভেন্দু চট্টোপাধ্যায়ের বোটানি পড়ানোর থেকেও কঠিন। মানতেই হবে। যেমন দেখুন, দেড়মাস পরেও শালীন বুঝতে পারছেন না, কার দিকে পাল্লা ভারী। গোরীকে সাজিদ অপমান করলেন। অর্চনা বুঝে গেল কিন্তু গোরী বুঝল না! কনফিউজিং? আচ্ছা, আব্দু কী ভালো ক্যাপ্টেন নাকি খারাপ? বাড়ির সদস্যরাই যদি বুঝে উঠতে না পারেন তাহলে দর্শক কী করে বুঝবে বলুন তো? চলুন একবার বিগ বসের বাড়ির সমীকরণ বোঝার চেষ্টা করে দেখা যাক। এদিকে হিংসার কারণে অর্চনাকে বেরিয়ে যেতে হল বিগ বস হাউজ থেকে। বাকিটা না হয় সলমন খানই বোঝাবেন!