Hoy Ma Noy Bouma: ডায়মন্ড দিদির সামনে এখন অনেক চ্যালেঞ্জ। অফস্ক্রিনের আড্ডাতে ডায়মন্ড আর হৃদান
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: ডায়মন্ড দিদির সামনে এখন অনেক চ্যালেঞ্জ। আর সেই সব চ্যালেঞ্জের মোকাবিলায় তার মধ্যে কনফিডেন্সের কোনও অভাব নেই। ডায়মন্ড আর হৃদানের অনস্ক্রিন গল্পে বিনোদনের মশলা যতটা, ঠিক ততটাই রয়েছে তাঁদের অফস্ক্রিনের আড্ডাতেও।
সিরিয়ালে গল্প বদলায়। বদলায় চরিত্ররা। কোনও কোনও চরিত্র চিরদিনের জন্য দর্শকদের মনেদাগ কেটে যায়। উমা তেমনই একটি চরিত্র। উমার চরিত্রে অভিনয় করেই খ্যাতির আলোয় এসেছেন শিঞ্জিনী। ছুটির দিনে শিঞ্জিনী শোনালেন তাঁর মনের কথা।
প্রেমের গল্পে সবসময় দুটি চরিত্রই থাকবে, এমনটা নাও হতে পারে। আনন্দীর কাহিনিই তো এগোচ্ছে ত্রিকোণ প্রেমের প্লটে। সাজঘরের আড্ডায় মুখোমুখি আনন্দীর তিন তারকা।
শ্যুটিংয়ের মাঝেই কখনও কখনও মন হারিয়ে যায় ঋষভের। গানের সুর গুনগুনিয়ে ওঠে মনের মধ্যে। অভিনয় ছাড়া গানই ঋষভের অন্যতম ভালবাসা। নিম ফুলের মধুর সাজঘরে বসে শৈলীর সঙ্গে গান শোনালেন ঋষভ। তারই সঙ্গে চলল মজার খেলার চ্যালেঞ্জ।
কলকাতার রাস্তার রকমারি খাবারের পশরা। রসনাবিলাসীরা যদি স্বাদ-সন্ধানে বেরিয়ে কলকাতার রাস্তায় হাঁটেন, তাহলে পদে পদে গতি কমতে বাধ্য। কোন খাবার ছেড়ে কোন খাবারে মন দেবেন?
স্ট্রিট ফুডের প্রেমে, রসনাবিলাসে বেরিয়ে মৈনাক কোন কোন খাবার বাছলেন? দেখুন। ব্যাগের সমীকরণ বিগড়ে গেলেই বিপদ। শ্যুটিংয়ের আগে সাজঘরে পৌঁছে ব্যাগ থেকে দরকারি জিনিসগুলো বার করে গুছিয়ে না রাখলে চলবে কী করে? হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ প্রাচী বনশল সাজঘরে বসে শোনালেন তাঁর ব্যাগ বৃত্তান্ত।ক্যামেরার লেন্সে নিজেকে নতুন করে আবিষ্কারের আনন্দই আলাদা। রোজকার চেনা লুকের একঘেঁয়েমি কাটিয়ে মেঘা আর নীহারিকা ভোল বদলালেন ফোটোশ্যুটে। কেমন হল দুই তারকার নতুন লুক?