Hoy Ma Noy Bouma: নিজেদের অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে আড্ডা দিলেন তিতিক্ষা, অর্কপ্রভ, নন্দিনী আর সায়ন
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: ধারাবাহিকের গল্পেও প্রতিবাদ আছে, প্রতিবাদী চরিত্র আছে। আঁখি আর পাখির জীবনযুদ্ধে সমাজের অচলায়তন ভাঙার। ছবি ধরা পড়বে। শ্যুটিংয়ের মাঝে 'দুই শালিক'-এর সাজঘরে । নিজেদের অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে আড্ডা দিলেন তিতিক্ষা, অর্কপ্রভ, নন্দিনী আর সায়ন।
দ্রোহের কার্নিভালের পর এবার দ্রোহের সংস্কৃতি। কলকাতায় নাট্যচর্চার ধাত্রীভূমি অ্যাকাডেমি চত্বর ও রানুচ্ছায়া মঞ্চে আজ সকাল থেকে দ্রোহের সংস্কৃতি উদ্যাপন শুরু। আর জি কর-কাণ্ডে ন্য়ায়বিচার ও জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে। ৪৪ ঘণ্টার এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি চলবে সোমবার সকাল পর্যন্ত। এর উদ্বোধন করেন শিক্ষাবিদ পবিত্র সরকার। দ্রোহের সংস্কৃতিতে সারাদিন ধরে হবে নাচ, গান, আঁকা, আবৃত্তি, নাটক। বাদ যাবে না সিনেমাও। রাতে বসবে উৎপল দত্তর পাঠশালা, সেখানে অভিনয় কর্মশালা এবং সেমিনারের আয়োজন করা হয়েছে।