
Patna News: দিল্লির ঘটনা থেকে শিক্ষা নেয়নি রেল, পাটনা স্টেশনে থিকথিকে ভিড়
ABP Ananda Live: ট্রেন লেট থেকে বিভ্রান্তিকর ঘোষণা, ভিড় নিয়ন্ত্রণে প্রশ্নে রেলের ভূমিকা। প্রথমে গুজব বলে পরে দুর্ঘটনা কবুল, ফের উঠছে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ। দিল্লির ঘটনা থেকে শিক্ষা নেয়নি রেল, পাটনা স্টেশনে থিকথিকে ভিড়। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল থেকেও শিক্ষা নিল না রেল। আসানসোল স্টেশনে প্রয়াগরাজগামী ট্রেন আসতেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি।
বিবাদী বাগের দোকান থেকে শুধু কার্তুজ নয়, বেআইনিভাবে বিক্রি করা হয়েছে আগ্নেয়াস্ত্রও
বিবাদী বাগের দোকান থেকে শুধু কার্তুজ নয়, বেআইনিভাবে বিক্রি করা হয়েছে আগ্নেয়াস্ত্রও। ক্যানিংয়ের জীবনতলায় কার্তুজ-কাণ্ডে বিবাদী বাগের অস্ত্রের দোকানের আরও এক কর্মীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের STF. ধৃত শান্তনু সরকারের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে। পুলিশ সূত্রে খবর, জেরায় জানা যায়, উত্তর ২৪ পরগনার হাড়োয়ার বাসিন্দা ফারুক মল্লিককে ডবল ব্যারেল বন্দুক বিক্রি করেছিল জীবনতলার বাসিন্দা হাজি রশিদ মোল্লা। হাজি রশিদকে জেরা করে পুলিশ জানতে পারে, বিবাদী বাগের দোকান থেকে বেআইনিভাবে অস্ত্র বিক্রি করেছিল ওই দোকানেরই কর্মী শান্তনু সরকার। সব মিলিয়ে কার্তুজ-কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা ৬।