Hoy Ma Noy Bouma: শারদ উৎসব মানেই তো ফ্যাশনের নতুন অধ্যায়, শাড়িতে শারদ বার্তা দিতে রঙ্গোলির নন্দিনী কালেকশন বাছলেন সুস্মিতা চট্টোপাধ্যায় | ABP Ananda
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda LIVE: পুজোর সাজে সবার নজর থাকে। শারদ উৎসব মানেই তো ফ্যাশনের নতুন অধ্যায়। শাড়িতে শারদ বার্তা দিতে রঙ্গোলির নন্দিনী কালেকশন বাছলেন সুস্মিতা চট্টোপাধ্যায়। ধারাবাহিক খেলনাবাড়িতে একসঙ্গে অভিনয় করতেন আরাত্রিকা আর বিশ্বজিৎ। দীর্ঘদিন বাদে আবার তাঁদের দেখা যাবে একসঙ্গে। তবে নতুন কোনও সিরিয়ালে নয়। মহালয়ার বিশেষ অনুষ্ঠানের জন্য মালাবদল আর মিঠিঝোরা ধারাবাহিকের কলাকুশলীরা একসঙ্গে অভিনয় । করছেন। সেই অনুষ্ঠানেই শিব-পার্বতীর ভূমিকায় দেখা যাবে আরাত্রিকা আর বিশ্বজিতকে। নতুন ধারাবাহিকে নতুন কাহিনির রসদ। টিভির পর্দায় নতুন আকর্ষণ। দুই বোনের গল্প নিয়ে শুরু হতে চলেছে ধারাবাহিক দুই শালিক। এবার চলুন, অঞ্জলি তাতওয়াড়ির সঙ্গে আড্ডা জমানো যাক তাঁর মেকআপ রুমে। আজ তাঁর ব্যাগ-বৃত্তান্ত শোনাবেন অঞ্জলি।
আরও খবর...
রাজ্য সরকারের আশ্বাসই সার, ফের হাসপাতালে তাণ্ডব! সাগর দত্ত মেডিক্যালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মারধরের অভিযোগ। প্রতিবাদে কর্মবিরতির ডাক সাগর দত্ত মেডিক্যালের জুনিয়র ডাক্তারদের। রোগী মৃত্যু ঘিরে তুলকালাম সাগর দত্ত মেডিক্যাল কলেজে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ রোগীর পরিজনদের। গাফিলতির অভিযোগ অস্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের।
যাদবপুর-ডায়মন্ড হারবার TMCP-র সহ সভানেত্রী রাজন্যা হালদার সাসপেন্ড। সাসপেন্ড রাজন্যার স্বামী TMCP-র রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী। প্রান্তিকের পরিচালনায় আর জি কর-কাণ্ডের পটভূমিতে 'আগমনী' নামে শর্ট ফিল্ম। প্রান্তিকের পরিচালনায় 'আগমনী' শর্ট ফিল্মে অভিনেত্রী রাজন্যা হালদার। মহালয়ায় শর্ট ফিল্ম মুক্তির আগেই সংগঠন থেকে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক।