হয় মা নয় বৌমা: ছোট্ট কাদম্বিনী শোনাবে 'বাবুরাম সাপুড়ে', দেখে নিন তারকাদের হাঁড়ির খবরে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 May 2020 03:36 PM (IST)
ছোট্ট কাদম্বিনী শোনাবে 'বাবুরাম সাপুড়ে', রান্নাঘরে কুকিং চ্যালেঞ্জ নেবেন উজান। পরম, মল্লিকা, ধ্রুবর স্টাইল স্টেটমেন্টে বাড়ির ড্রয়ইং রুম হয়ে উঠবে র্যাম্প। আর কী কী থাকবে ষ্টার জলসার বিশেষ অনুষ্ঠান 'ফ্যামেলি ডে'-তে।