Hoy maa noy Bouma: 'চেতনা'-র ৪৮ বছরে অ্যাকাডেমি মঞ্চস্থ হবে তিনটি নাটক, পুরোদমে চলছে মহড়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Nov 2020 03:35 PM (IST)
‘চেতনা’ নাট্যগোষ্ঠীর ৪৮ বছর পূর্তি উপলক্ষ্যে ২২ নভেম্বর অ্যাকাডেমিতে মঞ্চস্থ হতে চলেছে তিনটি নাটক। ‘কুসুম কুসুম’, ‘গিরগিটি’ এবং ‘মাগন রাজার পালা’। লকডাউনের পর নিউ নর্ম্যালে বাংলার নাট্যপ্রেমীদের আবার নাট্যমঞ্চের সামনে ফেরানোটাই এখন চ্যালেঞ্জ চেতনার সামনে। রিহার্সাল চলছে পুরোদমে। অরুণ মুখোপাধ্যায়ের সঙ্গে সুজন মুখোপাধ্যায় এবং সুমন মুখোপাধ্যায় চেতনার নতুন সৃষ্টিতে মগ্ন।