হয় মা নয় বৌমা: ক্যামেরার সামনে মনে কথা খুলে বললেন ধ্রুব-দিয়া-ঐন্দ্রিলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Mar 2021 04:49 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসংলাপেই চিনে নিতে হবে অভিনেতাকে। মজার খেলায় মেতে উঠলেন ধারাবাহিক কৃষ্ণকলির কলাকুশলীরা। নিজেদের একান্ত গোপন বিভিন্ন কথা নিয়ে ক্যামেরার সামনে অকপট ধারাবাহিক 'মিঠাই'-য়ের তারকারা। হয় মা নয় বৌমা-র সঙ্গে আড্ডায় ধ্রুব, দিয়া ও ঐন্দ্রিলা। একঝাঁক প্রশ্নের চটজলদি উত্তর। ব্যক্তিগত নানা প্রশ্ন নিয়ে অভিনেতা কৌশিক চক্রবর্তীর মুখোমুখি 'হয় মা নয় বৌমা'।