Sonarpur News: 'মাটির নীচে জৈব তেলের স্তর রয়েছে', প্রাথমিক অনুমান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্য়াপকের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: বাড়ির দেওয়ালে কালো তরলের রহস্য সন্ধানে বিশেষজ্ঞের সাহায্য নিল রাজপুর-সোনারপুর পুরসভা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্য়াপকের প্রাথমিক অনুমান, ওই জায়গায় মাটির নীচে জৈব তেলের স্তর রয়েছে। তবে তা দাহ্য নয়।

মানিক ভট্টাচার্যর একটি মেডিক্য়াল বিল জমা দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে বিধানসভায়

নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলে ছিলেন।  সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছেন  এবার তৃণমূলের বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি, সেই মানিক ভট্টাচার্যর একটি মেডিক্য়াল বিল জমা দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে বিধানসভায়।  রাজ্যের সমস্ত বিধায়কই বিধানসভা থেকে চিকিৎসার খরচ পান। তার জন্য তাঁকে প্রেসক্রিপশন এবং ওষুধের বিল জমা দিতে হয়।  সেই বিল খতিয়ে দেখার পর, বিধায়কের অ্য়াকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়। সম্প্রতি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য চিকিৎসা সংক্রান্ত একটি বিল জমা দেন বিধানসভায়। বিলের তারিখ খতিয়ে দেখার সময় ধরা পড়ে, জেলের সমস্ত বন্দির খরচ মেটায় জেল কর্তৃপক্ষ। তাহলে এই বিল কেন? বিধানসভা সূত্রের খবর এই নিয়ে মানিক ভট্টাচার্যকে ডেকে পাঠানো হয়। তিনি নানা রকম আইনগত ব্যাখ্যা দেন।  তা নিয়ে আবার আইনজ্ঞদের সঙ্গে কথা বলা হয়। কিনতু তাঁরাও জানিয়ে দেন, জেলে থাকার সময় ওষুধ এবং চিকিৎসার সমস্ত খরচই জেল কর্তৃপক্ষ বহন করে। তাই আলাদা করে অর্থ বরাদ্দের কোনও প্রশ্নই ওঠে না।  সোমবার প্রেসিডেন্সি জেলের সুপারকেও ডেকে পাঠান বিধানসভার অধ্যক্ষ। বিল মেটানোর নিয়ম কী, তা নিয়ে জেল সুপার সঙ্গে কথা বলেন তিনি। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola