Hoy Maa Noy Bouma: স্বাস্থ্য সচেতনতার বার্তা তারকাদের, যোগাসনের সুফল বোঝালেন বলিউড স্টাররা
abp ananda
Updated at:
09 Jul 2022 03:05 PM (IST)
কেউ ট্রেডমিলে শেখাচ্ছেন নতুন ধরণের এক্সারসাইজ। কেউ বোঝাচ্ছেন যোগাসনের সুফল। কেউ বাড়িতেই করছেন কোর-ওয়ার্কআউট। কেউ আবার ঘাম ঝরাচ্ছেন জিমে। ক্যাটরিনা কাইফ, সোহা আলি খান থেকে শুরু করে বরুণ ধবন, অনিল কপূর, সিদ্ধান্ত চতুর্বেদী। বলিউড সেলিব্রিটিদের এক্সারসাইজের রুটিনে চোখ রাখা যাক আজ।