শ্যুটিংয়ের ফাঁকে ক্ষীরের পুতুল - এর কলাকুশলীদের সঙ্গে আড্ডা জমাল ‘হয় মা নয় বৌমা’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Aug 2020 02:45 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appক্ষীরের পুতুল ধারাবাহিকে আসছে একের পর এক চমক। শ্যুটিংয়ের ফাঁকে রাজা সমন্তক, সাগরিকা ও সুধা অর্থাৎ শ্রীতমা, সুমন ও সুদীপ্তা আড্ডা জমালেন হয় মা নয় বৌমা-র সঙ্গে। অফস্ক্রিনে কেমন রসায়ন সৌদামিনীর সংসার ধারাবাহিকের শঙ্কর ও লক্ষীরানির? জানতে দেখুন ‘হয় মা নয় বৌমা’।