হয় মা নয় বৌমা: নিউ নর্মালে শ্যুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কী জানালেন বড় 'ফিরকি'?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jun 2020 02:58 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appধারাবাহিক ফিরকির লকডাউন পরবর্তী শ্যুটিং-র কেমন কাটছে, কী কী সুরক্ষাবিধি অবলম্বন করা হচ্ছে, জানালেন ধারাবাহিকের পরিচালক, লক্ষ্মী ও বড় ফিরকি। নিউ নর্মালে শ্যুটিংয়ের অভিজ্ঞতার কথা জানালেন ধারাবাহিক নেতাজির প্রতাপ তথা নীল। রানি রাসমণি ধারাবাহিকে প্রসন্নময়ীর চরিত্রে অভিনয় করছেন সোমাশ্রী। নিজের পছন্দ-অপছন্দের কথা জানালেন জানালেন হয় মা নয় বৌমাকে।