শেষের পথে ধারাবাহিক ‘জয় বাবা লোকনাথ’, স্মৃতিচারণায় কলাকুশলীরা - দেখুন ‘হয় মা নয় বৌমা’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Aug 2020 02:12 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসবুজ শাড়িতে মনামী ঘোষের ফটোশ্যুট। এক ফ্রেমে শান, নীল ও তৃণা। দেখুন তারকাদের হাঁড়ির খবর। মনোবল হারাতে নেই, করোনা আবহে এই বার্তা নিয়েই মুক্তি পেল শর্টফিল্ম ডেড অর অ্যালাইভ। ৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে ধারাবাহিক লোকনাথ। তার আগে সিরিয়ালের স্মৃতিচারণায় ধারাবাহিকের কলাকুশলীরা। র্যাপিড ফায়ারে কী উত্তর দিলেন সুমন দে? জানতে দেখুন হয় মা নয় বৌমা।