শ্যুটিংয়ের অবসরে কী করেন? অর্কজার অন্দরমহল ঘুরে দেখল 'হয় মা নয় বৌমা'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jun 2021 02:53 PM (IST)
অর্কজার অন্দরমহলে হাজির 'হয় মা নয় বৌমা'। শ্যুটিংয়ের অবসরে কী করেন অর্কজা? কী তাঁর শখ আহ্লাদ? দেখে নেওয়া যাক। কে তাঁর প্রিয় অভিনেতা? কী তাঁর দুঃস্বপ্ন? সাম্প্রতিক সময়ে কী ঘটনা দাগ কেটেছে তাঁর মনে? নানা প্রশ্নের চটজলদি জবাব নিয়ে হাজির অনন্যা। 'হয় মা নয় বৌমা'-য় আজ তিনি র্যাপিড ফায়ারের মুখোমুখি। 'হয় মা নয় বৌমা'-য় নিয়মিত ইমেইল পাঠান দর্শকরা। এসপ্তাহে দর্শকের প্রশ্নের উত্তর দিলেন রূপসা, নীল এবং শতাব্দী।