Hoy Maa Noy Boumaa: 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে নতুন জুটি, কী অভিজ্ঞতা রণজয়-শ্বেতার? | ABP Ananda LIVE
ABP Ananda
Updated at:
16 Dec 2023 01:28 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন সিরিয়াল, নতুন জুটি। ধারাবাহিক 'কোন গোপনে মন ভেসেছে'-তে একসঙ্গে অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য এবং রণজয় বিষ্ণু। ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে সিরিয়ালটি। কী বলছেন রণজয় আর শ্বেতা তাঁদের এই নতুন সফর নিয়ে? দেখুন।