Phulki: শ্যুটিংয়ের ফাঁকেই পিকনিক, খাওয়া-দাওয়া, মজায় 'ফুলকি'র কলাকুশলীরা | ABP Ananda LIVE
ABP Ananda | 26 Feb 2024 02:35 PM (IST)
প্রতিদিন কি চার দেওয়ালের মাঝে শ্যুটিং করতে ভাল লাগে? মাঝে মধ্যে পিকনিকের অক্সিজেন না পেলে চলবে কেন? ধারাবাহিক 'ফুলকি'তে পিকনিকের আনন্দ জমিয়ে উপভোগ করেছেন ধারাবাহিকের কলাকুশলীরা। চলুন, তাঁদের পিকনিকের আনন্দে আমরাও ভাগ বসাই।