মাহেশের রথযাত্রায় করোনা কাঁটা! এই বছরের জন্য স্থগিত দেশের দ্বিতীয় বৃহত্তম রথের উৎসব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 May 2020 02:06 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহুগলির মাহেশে এবছর করোনা পরিস্থিতির কারণে রথযাত্রা হবে না। দেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা এবছর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে মন্দির ট্রাস্ট কমিটি। আজ হুগলির জেলাশাসক, শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যানের উপস্থিতিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্দির ট্রাস্ট কমিটি সূত্রে খবর, ঠিক হয়েছে, এবার রথে তোলা হবে না জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। তার বদলে পুজোর আচার হিসেবে নারায়ণ শিলাকে মাসির বাড়ি নিয়ে যাওয়া হবে। রথের সময় মন্দিরের পিছনে অস্থায়ী মাসির বাড়ি গড়ে সেখানে নিয়ে যাওয়া হবে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। আগামী ৫ জুন স্নান যাত্রা হবে মন্দিরের বারান্দায়। ২৩ জুন রথযাত্রা উপলক্ষে জনসমাগম এড়াতেই এই ব্যবস্থা।