SBI Theft: ভেঙে নয়, চাবি দিয়েই খোলা হয়েছিল তালা, মহেশতলায় SBI ব্য়াঙ্কের চুরির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

Continues below advertisement

ABP Ananda Live: মহেশতলায় SBI ব্য়াঙ্কের চুরির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। দাবি, ভেঙে নয়, চাবি দিয়েই খোলা হয়েছিল তালা। 'ব্যাঙ্কের পিছনের দরজা থেকে শুরু করে ভল্ট রুম, সবকিছুই চাবি দিয়ে খোলা হয়েছিল। ডুপ্লিকেট চাবি দিয়ে কি খোলা হয়েছিল তালা? খতিয়ে দেখছে পুলিশ। চুরির ঘটনায় ব্যাঙ্কের কেউ জড়িত? CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। 

 

আরও খবর, তৃণমূলে প্রচুর বদল, দলে গুরুত্ব আরও বাড়ল প্রবীণ নেতাদের। ২৬-র ভোটের আগে মমতার হাতেই রাশ, তৃণমূলে প্রবীণদের আরও গুরুত্ব। তৃণমূল নেত্রীর দীর্ঘদিনের অনুগামী-আস্থাভাজন-প্রবীণ নেতাদের গুরুত্ব বাড়ল। তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য সংখ্যা ২০ থেকে বেড়ে হল ২৫। দিল্লিতে বলার দায়িত্বে অভিষেক, শৃঙ্খলারক্ষা কমিটিতে অরূপ-ববি-কল্যাণ। জাতীয় কর্মসমিতিতে থাকলেও শৃঙ্খলারক্ষা কমিটিতে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩ স্তরে শৃঙ্খলারক্ষা কমিটি গঠনের কথা ঘোষণা। সাংসদ, বিধায়ক থেকে দলের সাধারণ নেতা-কর্মী-৩টি শৃঙ্খলারক্ষা কমিটি। সব কমিটির মাথাতেই তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠরা। শৃঙ্খলারক্ষা কমিটির বেশিরভাগ সদস্যই প্রবীণ ও মমতা ঘনিষ্ঠ বলে পরিচিত। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram