লকডাউনে এই প্রথম রেল পরিষেবা, হাওড়া থেকে ছাড়ল এসি স্পেশাল ট্রেন, গন্তব্য দিল্লি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 May 2020 06:10 PM (IST)
আজ থেকে শুরু হল বিশেষ রেল পরিষেববা। হাওড়া থেকে ছাড়ল ট্রেন। দিল্লি পর্যন্ত চলন্ত ট্রেনে পাওয়া যাবে কেক, বিস্কুট ও জল।