জলপাইগুড়ি: ট্রেন থামেনি নির্দিষ্ট স্টেশনে, 'শ্রমিক স্পেশাল' থেকে ঝাঁপ ৮ জন পরিযায়ী শ্রমিকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 May 2020 05:45 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
জলপাইগুড়ি : ট্রেন থামেনি নির্দিষ্ট স্টেশনে, 'শ্রমিক স্পেশাল' থেকে ঝাঁপ ৮ জন পরিযায়ী শ্রমিকের | হায়দরাবাদ থেকে উত্তর দিনাজপুর ফিরছিলেন তাঁরা| নিউ জলপাইগুড়ি স্টেশনে নামানোর অনুরোধ করা সত্ত্বেও তাদের নামানো হয়নি বলে অভিযোগ, তারপর একজন চেন টেনে নেমে যান ও বাকিরা ঝাঁপ দেন| স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করা রাজগঞ্জ থানায় নিয়ে যায়|