Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Jukti Tokko:'এই ডাক্তার সমাজের আন্দোলন আজ সমাজিক আন্দেলনের রূপ ধারণ করেছে',বললেন আন্দোলনকারী চিকিৎসক
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda LIVE: 'আজ ২১-২২ দিন হতে চলল, যে ঘটনাক্রম ঘটে চলেছে আর জি করের বুকে সেই আন্দোলনকারীদের পক্ষ থেকে আমি এসেছি। ৯ অগাস্ট যে ঘটনা ঘটেছে আর জি করের বুকে সেই ঘটনা চিকিৎসক সমাজ থেকে শুরু করে সমাজের রাজনৈতিক অরাজনৈতিক সমাজের সর্বোস্তরে মানুষ কোনওদিন এইধরনের ঘটনা পরিলক্ষিত করেছেন কিনা, কোনও হাসপাতালের ভিতরের একটি ডিপার্টমেন্টেের রেস্ট রুমে অন ডিউটি রুমে যদি জেনে থাকেন জানাবেন। আন্দোলনের যে উদ্দেশ্য, যে শুরু সেটা এই ঘটনাকে মাথায় রেখেই। শুরুতেই আমরা দেখি কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশের এই ঘটনাকে কেন্দ্র করে যে কার্যকলাপগুলো পরিলক্ষিত হচ্ছে সেই সম্পর্কে আমরা সন্দেহ প্রকাশ করতে থাকি। আমরা চিকিৎসক, আমরা যেকোনও মানুষের শারীরিক অবস্থা কী সেটা যেমন বুঝতে পারি, চিনতে পারি, দেখতে পারি ঠিক তেমনি যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা কেন ঘটেছে কী ঘটেছে এটুকু বোঝার ক্ষমতা আমাদের আছে', আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক।