RG Kar Live: স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্না তুলতে পরোক্ষে চাপ? কী বলছেন আন্দোলনকারীরা?

Continues below advertisement

RG Kar News: স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্না তুলতে পরোক্ষে চাপ ডেকোরেটার্স সংসংস্থাকে, কী বলছেন আন্দোলনকারীরা? 'আমরা শাস্তি চেয়েছিলাম, বদলির সিদ্ধান্তে খুশি নই', বললেন আর জি করে নির্যাতিতার বাবা-মা। বিনীত গোয়েল সহ দুই স্বাস্থ্যকর্তার বদলি প্রসঙ্গে বললেন আর জি কর হাসপাতালে মৃত তরুণীর বাবা-মা। কালীঘাটের পর নবান্ন। মধ্যরাত পর্যন্ত বৈঠকেও কাটল না জট। কর্মবিরতিতেই অনড় জুনিয়র ডাক্তাররা। অভিযোগ, বৈঠকের মিনিটস দেননি মুখ্যসচিব, শুধু মিলেছে মৌখিক আশ্বাস। থ্রেট কালচার-সহ সব দাবিকে সঠিক বলেও লিখিতভাবে দিতে আপত্তি সরকারের। নবান্নের বৈঠকের পর দাবি ডাক্তারদের। সন্ধে ৬টা ৪০ থেকে ২ ঘণ্টা ২০ মিনিটের বৈঠক। কার্যবিবরণী লিপিবদ্ধ করতেই রাত ১২টা পার! মধ্যরাতে নবান্ন থেকে বেরোলেন মুখ্যসচিব-ডিজিপি। থ্রেট কালচার বন্ধ করা থেকে সুরক্ষা। ৩ দফা দাবিতে অনড় ডাক্তাররা। পাশে নির্যাতিতার পরিবার। থ্রেট কালচার বন্ধ ও সটুডেন্ট কাউন্সিল চালুর দাবিতে মালদা মেডিক্যালে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের। সন্ধে থেকে ঘেরাও অধ্যক্ষ, সুপার। দাবি মেনেছে সরকার, এবার কাজে ফিরুন, আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়ে ডাক্তারদের আবেদন অভিষেকের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram