Arjun Singh: 'আমি টিপ পরলে কম্যুনাল, উনি টুপি পরলে সেক্যুলার হয়ে যান', বিস্ফোরক অর্জুন সিং
ABP Ananda | 28 Mar 2025 10:34 AM (IST)
Jukti Takko: 'বামফ্রন্ট জমানায় এমএলএ ছিলাম। যখন থেকে তৃণমূল সরকারের উপরে মানুষের দাবি বাড়তে শুরু করল মাননীয়া মুখ্যমন্ত্রী বললেন, বাজেটের ব্যাপারে লাভ টেলিকাস্ট হবে না। বিধানসভার মধ্যে যারা বিরোধীদলের নেতা তাদেরকে মুসলিম এমএলএরা সবসময় তেড়ে যান, মারতে যান লাইভ টেলিকাস্ট বন্ধ করে। বিজেপির এমএলএদের উপর হামলা করার চেষ্টা করেন। এর একটাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখনই গাড্ডায় পড়েন তখনই ওনার নির্দেশ থাকে যে কোনভাবে সেই বিষয় থেকে বেরিয়ে আসতে হবে। বিরোধী এমএলদের সাসপেন্ড করা হয়। আমি টিপ পরলে সময় কম্যুনাল, উনি টুপি পরলে উনি সেক্যুলার হয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ওঁর দলের মধ্যে কেউ কিছু করতে পারেন না।' এবিপি আনন্দের 'যুক্তি-তক্কো' অনুষ্ঠানে এসে আর কী বললেন বিজেপি নেতা অর্জুন সিং? ABP Ananda Live